বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম IVF (টেস্টটিউব) বেবির জন্ম:
Location BSMMU
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২৫ অক্টোবর,২০২৩ Professor Jesmine Banu madam, Chaiman, Reproductive Endocrinology & Infertility department এর তত্ত্বাবধানে সফলতার সাথে প্রথম টেস্টটিউব বেবির সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহমেদ। তিনি মা ও নবজাতকের সুস্থতা কামনা করেন।
২০০৩ সালের ডিসেম্বর হতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইনফার্টিলিটি বিভাগ চালু হলেও ২০১৯ সাল হতে প্রফেসর ডা: জেসমিন বানুর তত্ত্বাবধানে lVF পদ্ধতি প্রথম চালু হয়। করোনাকালীন সময়ে এই সেবা কিছুটা স্থগিত থাকলেও ২০২২ সাল থেকে পুনরায় IVF পদ্ধতি চালু হয়। এই বিভাগ বন্ধ্যাত্ব চিকিৎসায় পথিকৃৎ। এই বিভাগ প্রফেসর জেসমিন বানুর নেতৃত্বে বন্ধ্যাত্বের সর্বাধুনিক চিকিৎসা যেমন-- Stem cell therapy, PRP therapy, Reconstructive Surgery, ART-- IUI, IVF সেবা প্রদান করে আসছে।
মাতৃত্বের স্বাদ গ্রহণ প্রত্যেক নারীর জীবনের সব থেকে বড় পাওয়া। ‘মাতৃত্বের অনুভূতি হলো, পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। আর মাতৃত্বের সুখ হলো, পার্থিব সমস্ত সুখের শ্রেষ্ঠ’। তবে নানা কারণে এই সুখের অনুভূতি থেকে বঞ্চিত হন নারীরা। নিজের অজান্তেই প্রজননের সক্ষমতা হারান তারা। তবে শঙ্কার বিষয় হলো বেশিরভাগ মানুষেরই IVF পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই। ফলে অজ্ঞতা ও সচেতনতার অভাবে অনেক দম্পতি নিজের অজান্তেই তাদের প্রজনন ক্ষমতা চিরদিনের মতো হারিয়ে ফেলছেন। অথচ সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে অনেকাংশেই এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সাধারণত বন্ধ্যাত্বের চিকিৎসায় শতকরা ৫-১০% রোগীদের IVF পদ্ধতির প্রয়োজন হয়।
এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২৫ অক্টোবর সফলতার সাথে টেস্টটিউব এর মাধ্যমে একটি সুস্থ্য কন্যা সন্তানের জন্ম হয়। এই নিঃসন্তান দম্পতি দীর্ঘ ১৩ বছর যাবত বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছিলেন। পরবর্তীতে ৮ বছর আগে তার স্বামীর Azoozpermia ডায়াগনোসিস হয়।বিভিন্ন জায়গায় বন্ধ্যাত্ব সমস্যা নিরসনে চিকিৎসা গ্রহন করলেও সফলতা পাননি। এবং IVF এর সুপরামর্শও পাননি। অতঃপর ২০২২ সালে এই দম্পতি BSMMU তে চিকিৎসা শুরু করেন এবং পরিপূর্ণ Evaluation শেষে এই বিভাগ তাকে IVF with ICSI এর পরামর্শ প্রদান করে এবং IVF পদ্ধতির চিকিৎসা শুরু হয়। সাধারণত এই পদ্ধতিতে সময় লাগে ১-১.৫ মাস।শুরুতেই যথাযথ পরীক্ষা নিরীক্ষা শেষে সঠিক রোগী নির্বাচন করা হয় এবং ইঞ্জেকশন এর মাধ্যমে ডিম্বাশয় এ stimulation দেয়া হয়। USG মাধ্যমে সঠিক ডিম্বানু নির্বাচন করে, Ovum pickup করা হয় এবং শুক্রাণুর সাথে নিষিক্ত (Fertilization) করে ভ্রণ (Embryo) তৈরী করা হয় এবং ভ্রণ পরিচর্যা (Embryo Culture) করা হয়। সবশেষে ৩ দিন পর ভ্রণ (Embryo) জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। এই দম্পতির জন্য IVF পদ্ধতি একটি বিশাল challenge ছিল। কারণ, চিকিৎসাকালীন সময়ে এই দম্পতির একটি ovum এবং একটিমাত্র sperm পাওয়া যায়। এই একটি ovum এবং একটি sperm দিয়ে তৈরিকৃত embryo দিয়েই আজকের এই সফলতা। এটি নিঃসন্দেহে একটি অসাধারণ অর্জন। এই ধরনের valuable pregnancy এর ক্ষেত্রে, গর্ভধারণের পরবর্তী জটিলতা অনেক। সকল কিছু উপেক্ষা করেই, যথাযথ চিকিৎসা শেষে গত ফেব্রুয়ারী ২০২৩ এ তিনি গর্ভধারণ করেন এবং নিয়মিত চেকআপে থাকেন।সুদীর্ঘ প্রতীক্ষা শেষে BSMMU এর ইতিহাসে সফলতার নিদর্শন স্বরুপ ২৫ শে অক্টোবর প্রথম টেস্টটিউব বেবির জন্ম হয়।
IVF চিকিৎসায় নতুন নতুন ইনোভেশন এর challenge overcome করে এই সেবা সকলের কাছে সহজলভ্য করে তোলার প্রয়াস আমাদের। সরকারি পর্যায়ে প্রয়োজনীয় রোগীদের জন্য IVF সেবা জনগণের দোড়গোড়ায় পৌছানোর জন্য প্রতিনিয়ত কাজ করে চলছে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজী এন্ড ইনফার্টিলিটি ডিপার্টমেন্ট। কৃতজ্ঞতা মাননীয় উপাচার্য অধ্যাপক ডা শারফুদ্দিন স্যার, Respected Chairman Professor Jesmin Banu madam, Reproductive Endocrinology & Infertility, Anesthesia & analgesia ,Neonatology Department এবং সংশ্লিস্ট সকলের প্রতি।